ডেইরি, পোল্ট্রি,মৎস্য ও কৃষিবিষয়ক অনলাইন নিউজ ও ভিডিও পোর্টাল

সর্বশেষ :

    স্মরণ

    এমন জীবন করিবে গঠন মরিলে তুমি কাঁদিবে ভুবন

    চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়( সিভাসু) বাস্তবায়নের রূপকার, আধুনিক সংবাদপত্রের পথিকৃৎ, চট্টগ্রাম তথা দেশসেরা আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণ-এর প্রতিষ্ঠাতা,সংবাদপত্র ও সাংবাদিকদের প্রাণপ্রিয় মানবতাবাদী ব্যক্তিত্ব, চট্টগ্রামের উন্নয়ন-আন্দোলনের পুরোধা, চট্টলদরদী আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ চৌধুরীর (প্রিয় চাচা)১৫তম মৃত্যুবার্ষিকী আজ।

    এই দিনে তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হে মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
    উল্লেখ্য যে, আলহাজ্ব ইউসুফ চৌধুরী এই দিনে তথা ২০০৯ সালে পবিত্র মক্কা নগরীতে ওমরা হজ্ব পালন কালে ইন্তেকাল করেন।

    Facebook
    Twitter
    LinkedIn
    WhatsApp
    Email