
মোহাম্মদ:আরমান সরদার,ঝালকাঠি
ঝালকাঠি জেলা কাঠালীয়া উপজেলায় আমুয়া ১নং ওয়ার্ডের চকিদার বাড়ির পিছনে সরকারি রাস্তা কেটে মাছ ধরার স্থান করেছেন স্থানীয় মানুষ
১৯জুন রাত দুইটা থেকে আড়াইটার মাঝে যখন স্থানীয় কিছু মানুষ ঘুমিয়ে যায় তখনই মাছ ধরার জন্য সরকারি রাস্তা কেটে জায়গা করে নেন পার্শ্ববর্তী এলাকার দুই থেকে তিনজন লোক তথ্য সংগ্রহ করতে গিয়ে জানা যায় তাদের ক্ষমতা থাকায় স্থানীয়রা তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে চাননা স্থানীয় লোকের কাছে জিজ্ঞাসা করায় জানা যায় ,তাদেরই পার্শ্ববর্তী এলাকার দূর থেকে তিনজন লোক এই কাজটি করেন এবং দুই থেকে তিন দিন দিনে এবং রাতে এক লাগাতে মাছ ধরতে থাকেন।
এই রাস্তা কাটায় ভোগান্তির শিকার হন এলাকাবাসী ,তাদের ছেলেমেয়েদের স্কুলে যেতেও সমস্যা হচ্ছে, এজন্য ঠিক মতন স্কুল-কলেজে যেতে পারছেন না স্থানীয় ছাত্রছাত্রীরা।এলাকাবাসী এর একটি সুস্থ তদন্ত ও বিচার দাবি জানিয়েছেন।










