স্টাফ রিপোর্টার
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগে বিতর্কিত সাপ্তাহিক সংবাদপত্র সাপ্তাহিক ব্লিটজ-এর সম্পাদক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন।
চেয়ারম্যান তার বিবৃতিতে বলেন যে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (ASH ফাউন্ডেশন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি সরকার-অনুমোদিত মানবিক এবং অরাজনৈতিক এনজিও, যা জাতিসংঘের ECOSOC-এর বিশেষ পরামর্শদাতার মর্যাদা পেয়েছে। তিনি অভিযোগ করেন যে সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী নেপালের একটি প্রত্যন্ত গ্রামে একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংগঠনের বিরুদ্ধে একটি মিথ্যা প্রচারণা শুরু করেছিলেন, যা সংগঠনের পাশাপাশি তার নিজের সুনামকেও মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
বাদীর আইনজীবী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেছেন যে, আসামি মিথ্যা, বানোয়াট এবং বিদ্বেষপূর্ণ প্রতিবেদনের মাধ্যমে এএসএইচ ফাউন্ডেশন এবং এর চেয়ারম্যান মুহাম্মদ নাসির উদ্দিনের অপূরণীয় সামাজিক ও সুনামের ক্ষতি করেছেন। আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছেন।
সম্পাদক: অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম কুতুবী। প্রকাশক: খালেদ মোঃ আরাফাত আমিন হোসাইনি। সম্পাদকীয় কার্যালয়: রুম নং: ২১৮) আইনজীবী শাপলা ভবন, কোর্ট হিল, চট্টগ্রাম। যোগাযোগ: 01711-468110, 01674-489764।[email protected], [email protected],[email protected]
Copyright © 2025 সেবক কন্ঠ. All rights reserved.