
মুহাম্মদ ইব্রাহীম কুতুবী
জমকালো আয়োজন এর মাধ্যমে আগামী ১৯ আগস্ট রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৭০৭০,কানাডার উদ্যোগে টরোন্টোস্থ” কিডস টাউন ওয়াটার পার্কে ” রোটারি ক্লাব অব টরোন্টো ডেনফোর্থের “রোটারি ফ্যামিলি পিকনিক -২০২৩”অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত পিকনিকে কানাডাস্থ রোটারিয়ানদের জন্য বৈচিত্র্যময় আনন্দ, বিনোদনের আয়োজনের উদ্যোগ রয়েছে । উক্ত পিকনিকে কানাডায় অবস্থিত এ ক্লাবের সদস্যদের যথা সময়ে এন্টি ফরম সংগ্রহ করে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া ও সেক্রেটারি ওবায়দুর রেজা একান্তভাবে অনুরোধ জানিয়েছেন।