
আন্তর্জাতিক :
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং শনিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশের হানচুং শহর পরিদর্শন করেন।
দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশ সফরের পর শানসি আসেন প্রেসিডেন্ট সি, যিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যানও।
হানচুং সিটি মিউজিয়াম পরিদর্শনকালে তিনি শহরের ইতিহাস, সংস্কৃতি এবং এর সাংস্কৃতিক নিদর্শনগুলোর সুরক্ষা সম্পর্কে খোঁজ খবর নেন।
প্রেসিডেন্ট সি বলেন, সাংস্কৃতিক নিদর্শন সভ্যতা বহন করে, ইতিহাস ও সংস্কৃতির উত্তরাধিকার রক্ষা করে এবং জাতীয় চেতনাকে সমুন্নত রাখে।
মানবসভ্যতা রক্ষা, উত্তরাধিকার, গবেষণা ও প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে চীনা সংস্কৃতির প্রভাব বাড়াতে জাদুঘরের ভূমিকা তুলে ধরেন তিনি।
দীর্ঘদিন ধরে শহরটির অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের খ্যাতি রয়েছে- এ কথা উল্লেখ করে প্রেসিডেন্ট সি বলেন, জনগণের আয় বাড়াতে এবং তাদের সমৃদ্ধি অর্জনে সহায়তার জন্য বিশেষ শিল্প গড়ে তোলা প্রয়োজন ওই শহরে।
জাদুঘরের বাইরে হাঁটতে হাঁটতে, সি সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো বাসিন্দাদের বলেন, তিনি এটা দেখে আনন্দিত হয়েছেন যে, শহরটি সুসংগঠিত এবং উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০০৮ সালে ওয়েনছুয়ান ভূমিকম্পের পরে ত্রাণ তৎপরতার সময় সি এ শহরে এসেছিলেন।
সূত্র: শিহাবুর রহমান, চায়না মিডিয়া গ্রুপ