আন্তর্জাতিক :
‘স্বাধীন তাইওয়ানের প্রবক্তা’ ও তাদের দোসরদের কবল থেকে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ)। ২৭ জুলাই বিকেলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র থান খ্য ফেই।
মুখপাত্র বলেন, ‘১৭ অগাস্ট ইস্তাহারে’ যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে স্বীকার করেছে যে, বিশ্বে শুধুমাত্র একটি চীন আছে, তাইওয়ান চীনের এক অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীনের সরকার চীনের একমাত্র বৈধ সরকার। তাইওয়ানের কাছে দীর্ঘমেয়াদে অস্ত্র বিক্রির পরিকল্পনা না-করার এবং ক্রমশ তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি কমিয়ে শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু দেশটি সে প্রতিশ্রুতি বার বার লঙ্ঘন করে আসছে।
মুখপাত্র আরও বলেন, চীনের বিরোধিতা উপেক্ষা করে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে এবং চীনের এ অঞ্চলের সাথে সামরিক যোগাযোগও জোরদার করেছে ও করছে। এহেন আচরণ চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
সম্পাদক: অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম কুতুবী। প্রকাশক: খালেদ মোঃ আরাফাত আমিন হোসাইনি। সম্পাদকীয় কার্যালয়: রুম নং: ২১৮) আইনজীবী শাপলা ভবন, কোর্ট হিল, চট্টগ্রাম। যোগাযোগ: 01711-468110, 01674-489764।editor.sebokkantho@yahoo.com, kutubiibrahim08@gmail.com,sebokkantho@gmail.com
Copyright © 2025 সেবক কন্ঠ. All rights reserved.