ডেইরি, পোল্ট্রি,মৎস্য ও কৃষিবিষয়ক অনলাইন নিউজ ও ভিডিও পোর্টাল

সর্বশেষ :

    কানাডায় সিরাজুল আলম খান( দাদাভাই) এর নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত

    মুহাম্মদ ইব্রাহীম কুতুবী

    বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক ও রুপকার, স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ তথা নিউক্লিয়াস ও বি এল এফ এর প্রতিষঠাতা,স্বাধীন বাংলাদেশের নামকরণ, পতাকা তৈরী ও উওোলন,স্বাধীনতার ইশতেহার প্রণয়ন,বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফার প্রচার এবং প্রসার,ঐতিহাসিক গন অভ্যুতথান ও আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধু কে মুক্তির আন্দোলন  ,বঙ্গবন্ধু এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ সংযোজনের নেপথ্যের কারিগর, নির্লোভ, নিরহংকারী, প্রচার বিমূখ  সিরাজুল আলম খান( দাদাভাই) এর প্রয়ানে কানাডার টরেন্টোতে ২১ জুলাই শোকাবিহল ভাবে এক নাগরিক স্মরণ অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাএলীগ ও জাসদ নেতা আলিমুর হায়দারী বাবুর সভাপতিত্বে এবং ছাত্রলীগ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি নাজমুল হাসান জায়গীর এর পরিচালনায় উক্ত   স্মরণ সভায় বক্তব্য  রাখেন  নিউক্লিয়াস এর সদস্য, অংকুর প্রকাশনীর কর্ণধার মেজবাহ উদ্দিন আহমেদ, সাবেক ছাএলীগ ও জাসদ নেতা এবং সাবেক সচিব আবু আলম শহীদ খান,ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দুজা,সাবেক ছাত্রলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া,

     

     

    সাবেক ছাএলীগ ও জাসদ নেতা মাহবুব আনাম,সাবেক ছাএলীগ ও জাসদ নেতা ডক্টর মাহবুব আলম বাদল,চাকসুর সাবেক জিএস আজিম উদদীন আহমেদ, উদীচী কানাডার সাধারণ সম্পাদক মিনারা বেগম, আবৃত্তিকার ও অভিনেতা আহমেদ হোসেন, সাবেক ছাএলীগ নেতা রেজা অনিরুদ্ধ, কাজী জহিরুল হক,সহ আরে অনেকে। সভার শুরুতে  শাজাহান কামাল এর কন্ঠে পরিবেশিত ও সিরাজুল আলম খান কে নিবেদিত রবীন্দ্র সংগীত পরিবেশনা এক শোকাহত ভাব গম্ভীর পরিবেশের সৃষ্টি হয়।তাছাড়া  জাতির দিকর্দশক প্রয়াত সিরাজুল আলম খান( দাদাভাই) কে নিবদিত শেখর গোমেজ এর কবিতা আবৃত্তি উপস্থিত সকলকে  মনোমুগ্ধ করে।

    Facebook
    Twitter
    LinkedIn
    WhatsApp
    Email