মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে জেলার পৌর পার্কে আজ থেকে ৭ দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করে।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণ স্থানীয় পৌরপার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. জোবায়ের আহম্মেদসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
এ মেলায় ২৫ টি স্টল বসেছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা নার্সারি মালিকরা বিভিন্ন ধরনের বনজ, ফলজ, ঔষধি ও ফুলের গাছ নিয়ে স্টলগুলোতে বসেছেন। এ মেলা আগামী ২৩ জুলাই সন্ধ্যায় শেষ হবে।
সম্পাদক: অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম কুতুবী। প্রকাশক: খালেদ মোঃ আরাফাত আমিন হোসাইনি। সম্পাদকীয় কার্যালয়: রুম নং: ২১৮) আইনজীবী শাপলা ভবন, কোর্ট হিল, চট্টগ্রাম। যোগাযোগ: 01711-468110, 01674-489764।editor.sebokkantho@yahoo.com, kutubiibrahim08@gmail.com,sebokkantho@gmail.com
Copyright © 2025 সেবক কন্ঠ. All rights reserved.