চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক কারবালা মাহফিল -২০২৩"২০ জুলাই হতে ১০দিনব্যাপী চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ৩৮ তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল -২০২৩"উদযাপন উপলক্ষে মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে ১৭জুলাই সোমবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন হয়। উক্ত সংবাদ সম্মেলনে মুল বক্তব্য রাখেন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন ড. মোহাম্মদ জাফর উল্লাহ, পরিষদের জয়েন্ট সেক্রেটারি প্রফেসর কামাল উদ্দিন এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের প্রচার সম্পাদক দিলশাদ আহমেদ,আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ মহসিন, সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব মাওলানা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, পি এইচ পি ফ্যামিলির পরিচালক ও মাহফিলের প্রধান সমন্বয়ক আলী হোসেন সোহাগ, গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, ব্যবসায়ী আলহাজ্ব আলমগীর পারভেজ, সহ-সভাপতি খোরশেদুর রহমান, সিরাজুল মোস্তফা, মোহাম্মদ সাইফুদ্দিন, জাফর আহমদ সওদাগর, আব্দুল হাই মাসুম, হাফেজ সালামত উল্লাহ, এস এম শফি, ক্যাপ্টেন এনামুল হক, মাহাবুবুল আলম, মনসুর শিকদার খোরশেদ আলী চৌধুরী, হাফেজ আহমুদুল হক, হাফেজ জালাল উদ্দিন, মাইনুদ্দিন মিঠু, শাহাবুদ্দিন,জহির উদদীন, শরিফ উদ্দিন জঙ্গি,অধ্যাপক অহিদুল আলম প্রমূখ সহ বিভিন্ন দরবারের সাজ্জাদানসীন আওলাদ ও পরিষদের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
সম্পাদক: অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম কুতুবী। প্রকাশক: খালেদ মোঃ আরাফাত আমিন হোসাইনি। সম্পাদকীয় কার্যালয়: রুম নং: ২১৮) আইনজীবী শাপলা ভবন, কোর্ট হিল, চট্টগ্রাম। যোগাযোগ: 01711-468110, 01674-489764।editor.sebokkantho@yahoo.com, kutubiibrahim08@gmail.com,sebokkantho@gmail.com
Copyright © 2025 সেবক কন্ঠ. All rights reserved.