ডেইরি, পোল্ট্রি,মৎস্য ও কৃষিবিষয়ক অনলাইন নিউজ ও ভিডিও পোর্টাল

সর্বশেষ :

    ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    মোঃ আহসান হাবিব রুবেল

    ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়াতে ব্রাজিল সমর্থক বনাম আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রুহিয়া ঐতিহ্যবাহী প্রগতি সংঘ ক্লাব খেলোয়াড় আয়োজনে ৩০ জুন শুক্রবার বিকাল ঐতিহ্যবাহী রুহিয়া প্রগতি সংঘ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী রুহিয়া প্রগতি সংঘ মাঠে হাজারো দর্শকদের আনন্দ উৎসবে পরিণত হয়। ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের উপচে পড়া ভিরে নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের উপস্থিতি ফুটবলের প্রতি দৃশ্যমান ভালোবাসাময় পরিবেশ সৃষ্টি করে।

    খেলার ২০ মিনিটের সময় আর্জেন্টিনা সমর্থক পলাশ দেয়া একমাত্র গোলে ব্রাজিল সমর্থ দলকে পরাজিত করে। এ ধরনের আয়োজন মাদক যুবকদের মাদকাসক্ত ও নেশামুক্ত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন এলাকাবাসী। খেলা শেষে বিজয়ী হাতে বিশেষ পুরস্কার দিয়ে পাঠান ইংল্যান্ড প্রবাসী মুরসালিন ইসলাম রাবিব সাবেক খেলোয়াড় প্রগতি সংঘ ক্লাব , উক্ত খেলা পরিচালনা করেন আব্দুল জলিল সাবেক খেলোয়াড় ঠাকুরগাঁও জেলা। খেলাতে সার্বিক তত্ত্বাবধায়ক দায়িত্ব ছিলেন আহসান হাবিব রুবেল সাবেক ফুটবলার ও প্রতিষ্ঠাতা জিমেইল টিভি অনলাইন ও দৈনিক আজকের রুহিয়া। এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া প্রগতি সংঘের সাবেক ফুটবলার মনোয়ার হোসেন, সাবেক গোলকিপার অরুণ রায়,ঠাকুরগাঁও জেলা সাবেক ফুটবলার সাব্বির হোসেন,সাবেক ফুটবলার ফুলেন বর্মন,রুহিয়া প্রগতি সংঘের অধিনায়ক নিরঞ্জন রায়,সাবেক অধিনায়ক মিলন,খেলোয়ার বিষ্ণু বর্মন,পাপ্পু, উজ্জ্বল রায়,কৃষ্ণ পাহান, অপূর্ব সেন,পিন্টু সেন,অরবিন্দ সেন তহিদুল,রিসাত,মারুফ,উৎস,চঞ্চল পাহান,সীমান্তন পাহান,উত্তম প্রমুখ।

    Share on facebook
    Facebook
    Share on twitter
    Twitter
    Share on linkedin
    LinkedIn
    Share on whatsapp
    WhatsApp
    Share on email
    Email