
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়া মোল্লাবাড়ির ওহাব মোল্লার ছেলে মিটু মোল্লা নিজের বাড়িতে লালন-পালন করে “কালা”কে নিজের সন্তানের মত তৈরী করেছে । কোন রকম রাসায়নিক দ্রব্য ব্যবহার ছাড়া্ই এই ষাড়টি তথাএ কালা”কে বড় করেছে। ষাড়টির আনুমানিক ওজন হবে ১৬ মন, মিটু মোল্লা এই ষাড় গরুটির দাম নির্ধারন করেছে ৪লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র। এই কুরবানীর ঈদে ষাড়টি বিক্রয়ের জন্য ইচ্ছা ব্যাক্ত করেছেন এই গৃহস্ত মিটু। ঘাড় গরুটির সম্পর্কে মিটু মোল্লার কাছে জানতে চাইলে তিনি গনমাধ্যম কর্মীদের বলেন, আমি আমার সন্তানের মতো করে এই “কালা”কে বড় করেছি, আমি এই ষাড় গরুটিকে সবসময় ঘাস পাতা খাইয়ে বড় করেছি, কোন রকম রাসায়নিক দ্রব্য কখনো ব্যবহার করিনি। আমি সম্পূর্ন দেশীয় প্রক্রিয়া ষাড়টিকে বড় করেছি। আমি গরুটির দাম নির্ধারন করলেও যারা এটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করবেন আলোচনা সাপেক্ষে দাম নির্ধারন করার সুযোগ থাকবে। আমার মোবাইল নাম্বার-০১৯৯৪২৬৪২৯৫ এই না্ম্বারে যোগাযোগ করেও ঘাড় গরুটি কিনতে পারবেন প্রয়োজনে ক্রেতার বাড়িতে ষাড় গরুটি পৌছে দেওয়ার সু- ব্যবস্থা আছে।