ডেইরি, পোল্ট্রি,মৎস্য ও কৃষিবিষয়ক অনলাইন নিউজ ও ভিডিও পোর্টাল

সর্বশেষ :

    ঠাকুরগাঁওয়ে ৩৫ লাখ টাকার বিগ বস কিনলে উপহার হিসেবে মিলবে মটরসাইকেল 

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও
    ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আফিল উদ্দীনের ৩৫ লাখ টাকার বিশাল আকৃতির ষাঁড় ‘বিগ বস’-কিনলে উপহার হিসেবে পাবেন একটি পালসার মোটরসাইকেল। এ বিগ বস’-এর ওজন সাড়ে ৪২ মণ বলে মালিক জানান। আফিল উদ্দীনের বাড়ি জেলা শহরের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের তালতলা গ্রামে।‘বিগ বস’ নামের ষাঁড়টি এবার এ উপজেলার সবচেয়ে বড় কোরবানির পশু বলে দাবি করা হচ্ছে। গতবারই গরুটি কিনতে ২২ লাখ টাকা দাম বলেছিলেন স্থানীয় এক ক্রেতা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করেননি আফিল উদ্দীন। এবার আশা করছেন, প্রত্যাশিত দামে বিক্রি করতে পারবেন।
    জানা গেছে, ‘বিগ বস’র প্রতিদিনের খাদ্য তালিকায় জোগান দিতে হয় দানাদার ও তরল খাদ্য হিসেবে খইল, ভুট্টা, বুট ও ছোলার ভুসি, খড়, নেপিয়ার ঘাস ও কুড়া। পাশাপাশি খাওয়ানো হয় বিভিন্ন ফলমূলসহ পুষ্টিকর খাবার। এর জন্য প্রতিদিন ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা ব্যয় হয় মালিকের।
    গরুটি লম্বায় ১০ ফুট ও উচ্চতায় ৫ ফুট ১০ ইঞ্চি। এর ওজন বলা হচ্ছে ১৭০০ কেজি অর্থাৎ সাড়ে ৪২ মণ। বিশাল আকৃতির গরুটিকে দেখার জন্য স্থানীয়রাসহ দূরদূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। আর রাতে ষাড়টির নিরাপত্তার জন্য থাকে নিবিড় নজরদারি।
    স্থানীয় বিজলি আক্তার নামে এক গৃহবধূ বলেন, নিজের সন্তানের মতো যত্ন করে গরুটিকে বড় করেছেন আফিল উদ্দিন ও তার স্ত্রী। তাদের দেখে আমাদের এখানকার অনেকে এভাবে গরু লালনপালন করার পরিকল্পনা করছেন।
    আফিল উদ্দিন বলেন, এলাকায় যে কয়টি ষাঁড় আছে, সেগুলোর তুলনায় আকারে অনেক বড় হওয়ায় আমি ষাঁড়টির নাম রেখেছি ‘বিগ বস’। ছয় বছর ধরে আদরযত্নে ষাঁড়টিকে লালন করছি।
    বিগ বসের দাম জানতে চাইলে আফিল উদ্দিন বলেন, দাম চাচ্ছি ৩৫ লাখ টাকা। যিনি এ দামে কিনবেন তাকে বিগ বসের সঙ্গে ১৬০ সিসির পালসার একটি মোটরসাইকেল উপহার দেব।
    প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, এমন বড় আকৃতির বা ওজনের দ্বিতীয় গরু জেলায় নেই। আমরা গরুটিকে লালনপালনের ক্ষেত্রে সবসময় পরামর্শ দিয়ে আসছি।
    Share on facebook
    Facebook
    Share on twitter
    Twitter
    Share on linkedin
    LinkedIn
    Share on whatsapp
    WhatsApp
    Share on email
    Email