প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৩, ৫:২৮ অপরাহ্ণ
গোপালগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম (বসাফো) এর নবগঠিত কমিটি গঠন

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ
বাংলাদেশ বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম (বসাফো) এর গোপালগঞ্জ জেলা শাখার নব গঠিত কমিটির আহবায়ক এর দায়িত্ব পেলেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাসিমা খানম, সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেলেন গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো মাসুদ রানা। কমিটিতে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাসবিরুল হূদা(বাবু)কে ১ নং সদস্য করে ২১ সদস্য বিশিস্ঠ আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যন্ন সদস্যরা হলেন, বাবু রাখাল ঠাকুর, আশিস কুমার বাকচী, এম আরিফুল ইসলাম মুক্তা, মাহফুজুর রহমান, রত্না বিশ্বস, আফরোজা আক্তার, মমতাজ খানম, এ্যাডঃ মোঃ সাজ্জাদ হোসেন, পুতুল রানী সরকার, আজিজুল সিকদার, মেনোয়ারা বেগম, রোমানা হক, লুনা খান, মোঃ রিয়াজুল ইসলাম রিপন, মোঃ মনোয়ার হোসেন দ্বীন ইসলাম জইন, সম্রাট হাজরা, রিদয় সাহা।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম (বসাফো) এর গোপালগঞ্জ জেলা কমিটির আনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান নুর এম.পি, নির্বাহী সভাপতি মমতাজ বেগম এম.পি ও সাধারন সম্পাদক নবীন কিশোর গৌতম।
সম্পাদক: অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম কুতুবী। প্রকাশক: খালেদ মোঃ আরাফাত আমিন হোসাইনি। সম্পাদকীয় কার্যালয়: রুম নং: ২১৮) আইনজীবী শাপলা ভবন, কোর্ট হিল, চট্টগ্রাম। যোগাযোগ: 01711-468110, 01674-489764।editor.sebokkantho@yahoo.com, kutubiibrahim08@gmail.com,sebokkantho@gmail.com
Copyright © 2025 সেবক কন্ঠ. All rights reserved.