
ইয়াছিন আবদুল্লাহ শ্যামনগর,সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও পণ্য ধ্বংস করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আকতার হোসেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে শ্যামনগর সদরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন বিশেষ অভিযান পরিচালনা করে ইঞ্জিনচালিত ভ্যানে রক্ষিত
নিম্নমানের আইসক্রিম সামগ্রী (যাহা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর) আটক পূর্বক গ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করেন। পরে পণ্য সামগ্রী গাড়ী দ্বারা ধবংস করা হয়। এ ছাড়া পণ্যের হালনাগাত মূল্য তালিকা প্রদর্শন, ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করার নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার