ডেইরি, পোল্ট্রি,মৎস্য ও কৃষিবিষয়ক অনলাইন নিউজ ও ভিডিও পোর্টাল

সর্বশেষ :

    কোরবানীর হাটে চমক মাদারীপুরের “রাজা বাবু,” !

     

    মুহাম্মদ ইব্রাহীম কুতুবী

    আসন্ন কোরবানি ঈদের হাট কাঁপাতে প্রস্তুত রাজাবাবু। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের মফেল ভুঁইয়া ৪০ মন থেকে বেশি ওজনের এই গরুটিকে লালন পালন করছেন। বিশাল এই গরুটিকে দেখতে প্রতিদিন অনেক মানুষ তার বাড়িতে ভীড় করছেন।জানা যায়, খামারি মফেল ভুঁইয়া মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ৪ বছর যাবত এই গরুটিকে লালন পালন করছেন। শখ করেই রাজাবাবু নাম দেন। বিশালাকৃতির গরুটি লম্বায় প্রায় সাড়ে ৯ ফুট ও উচ্চতায় ৬ ফুট। গত বছর এই গরুটিকে হাটে তোলার পর ১০ লাখ টাকায় বিক্রি করতে চাইলে ন্যায্য মূল্য না পাওয়ায় বিক্রি করেননি। আরো ১ বছর লালন পালন করেছেন। বর্তমানে এর ওজন প্রায় ৪০ মনের মতো। গরুটিকে ঘিরে স্থানীয়দের আগ্রহের শেষ নেই। প্রতিদিনিই স্থানীয় ও দূর-দূরান্ত থেকে অনেক মানুষ এক নজর দেখতে ভীড় করছেন।প্রাণীসম্পদ বিভাগের তথ্য মতে, মাদারীপুর জেলায় ছোট বড় প্রায় দুই শতাধিক খামারি রয়েছে। হাটে উঠানোর জন্য এই সব খামারে গরু মোটাতাজাকরণ করা হয়েছে।খামারি মফেল ভুঁইয়া বলেন, আমি এই গরুটিকে ৪ বছর যাবত লালন পালন করছি। গত বছর হাটে নিয়ে গেলে ন্যায্য দাম না পাওয়ায় বাড়ি নিয়ে আসি। বিগত ১ বছরে এর ওজন অনেকটাই বেড়েছে। তবে ৪০ মণের বেশি হবে। গরুটিকে বড় করতে সম্পূর্ণ প্রকৃতিক পদ্ধতিতে ঘাস, ভুসি, খইল খাইয়েছি। নিজের সন্তানের মতো করে লালন পালন করেছি।তিনি আরো বলেন, আমার বাড়িটি রাজাবাবুর কারণে অনেক পরিচিতি পেয়েছে। গত বছরের তুলনায় এবছর রাজাবাবুর দাম বেড়েছে। ২৫-২৮ লাখ টাকার মধ্যে কেউ দাম বললে বিক্রি করে দিবো। তবে যদি কেউ আদর করে নিতে চায় তাহলে তাকে কিছু ছাড় দেওয়া হবে।

    Share on facebook
    Facebook
    Share on twitter
    Twitter
    Share on linkedin
    LinkedIn
    Share on whatsapp
    WhatsApp
    Share on email
    Email