ডেইরি, পোল্ট্রি,মৎস্য ও কৃষিবিষয়ক অনলাইন নিউজ ও ভিডিও পোর্টাল

সর্বশেষ :

    ৭০ টাকায় টাইগারপাস টু পতেঙ্গা ভ্রমন

    নগরবাসীর  সুবিধার্থে ৭০ টাকায় টাইগারপাস টু পতেঙ্গা ভ্রমনে দুইটি পর্যটন বাস সার্ভিস চালু হচ্ছে, চট্টগ্রাম শহর থেকে ১৪ কিলোমিটার দূরত্বে থাকা পতেঙ্গা সমুদ্র সৈকত ও নবনির্মিত ডিসি পার্ককে ঘিরে চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসন এ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে। আগামী ১০ জুন এ বাস সার্ভিস উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী। টাইগার পাস-ডিসি পার্ক (ফৌজদারহাট) থেকে পতেঙ্গা রুটে ২টি ডাবল ডেকার (একটি ছাদ খোলা) বাস চলাচল করবে। অর্থাৎ পর্যটন বাস দুটি নগরের টাইগারপাস থেকে যাত্রা শুরু করে ফৌজদারহাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে এবং পুনরায় একই রুটে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ডিসি পার্ক হয়ে টাইগারপাস ফিরবে।নতুন এ বাস সার্ভিসটি ছুটির দিনগুলোর মধ্যে শুক্রবার তিনবার (সকাল ৯টা, বিকেল ৩টা ও বিকেল ৪টা) এবং শনিবার চারবার (সকাল সাড়ে ৯টা, সাড়ে ১০টা, বিকাল ৩টা ও বিকাল ৪টা) চলাচলের কথা রয়েছে। রোববার থেকে বৃহস্পতিবার দিনে দুইবার (বিকেল ৩টা ও বিকেল ৪টা) টাইগার পাস থেকে ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে।আবার ফেরার সময় ছুটির দিনগুলোর মধ্যে শুক্রবার তিনবার (দুপুর ১২টা, সন্ধ্যা ৭টা ও রাত ৮টা) এবং শনিবার চারবার (দুপুর ১টা, দুপুর ২টা, সন্ধ্যা ৭টা ও রাত ৮টা) চলাচলের কথা রয়েছে। অন্যান্য দিন সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় শহরে ফিরবে বাস দুটি।এদিকে, পর্যটন বাস সার্ভিসে ভ্রমণের জন্য টাইগারপাস থেকে ডিসি পার্ক ৪০ টাকা, ডিসি পার্ক থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত ৩০ টাকা, টাইগারপাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত ৭০ টাকা করে একইভাবে পতেঙ্গা থেকে ডিসি পার্ক ৩০ টাকা, ডিসি পার্ক থেকে টাইগারপাস ৪০ টাকা, এবং পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে টাইগারপাস ৭০ টাকা টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে। ভ্রমনপ্রত্যাশীদের চাহিদা বাড়লে ভবিষ্যতে বাসের সংখ্যা বৃদ্ধি এবং এসি বাস যোগ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    Share on facebook
    Facebook
    Share on twitter
    Twitter
    Share on linkedin
    LinkedIn
    Share on whatsapp
    WhatsApp
    Share on email
    Email