দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সম্প্রতি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা বিভাগের ১৩ জেলা, খুলনার ১০, রাজশাহীর ৮, বরিশালের ৬ ও ময়মনসিংহ বিভাগের ৪ জেলাসহ দিনাজপুর, নীলফামারী, সিলেট, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদিকোর্ট ফেনী ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেছেন, গতকালের তুলনায় স্থানভেদে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। বেড়েছে গরমের অনুভূতি। তাপপ্রবাহটি আগামী এক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। তবে এরমধ্যে কোথাও কোথাও বৃষ্টি হলে তাতে তাপপ্রবাহ কমে আসতে পারে। তাপপ্রবাহ কমার মতো পরিস্থিতি এখন নেই।
এবারও দেশে বর্ষাকাল শুরু হতে একটু দেরি হবে। সাধারণত জুন মাসের ১ তারিখ থেকে বর্ষাকাল বা এর প্রভাব শুরু হয়। এটি সারাদেশে ছড়িয়ে পড়তে ১৪ দিনের মতো সময় লাগে। এ বিষয়ে এ কে এম নাজমুল হক বলেন, ‘এবার ৬ বা ৭ জুনের দিকে বর্ষার প্রভাব শুরু হতে পারে। কয়েক বছর ধরেই বর্ষাকাল শুরু হতে একটু দেরি হচ্ছে।’এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, আগামী ৭ জুন পর্যন্ত মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। জুন ৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
তিনি আরও বলেন, ৩ থেকে ৯ জুনের মধ্যে মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, মাগুরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক: অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম কুতুবী। প্রকাশক: খালেদ মোঃ আরাফাত আমিন হোসাইনি। সম্পাদকীয় কার্যালয়: রুম নং: ২১৮) আইনজীবী শাপলা ভবন, কোর্ট হিল, চট্টগ্রাম। যোগাযোগ: 01711-468110, 01674-489764।editor.sebokkantho@yahoo.com, kutubiibrahim08@gmail.com,sebokkantho@gmail.com
Copyright © 2025 সেবক কন্ঠ. All rights reserved.