পরিবেশদূষণ রোধে কার্বন নিঃসরণ কমাতে ব্যক্তিগত যানবাহন ব্যবহার নিরুৎসাহিত করতে একাধিক গাড়ির মালিকদের ওপর কার্বন কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৩-২৪ অর্থবছর থেকে তাদের ২৫ হাজার থেকে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত কার্বন কর পরিশোধ করতে হবে।
বৃহস্পতিবার (১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী। সেখানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ২০২৩-২৪ অর্থবছর থেকে একাধিক গাড়ির মালিকদেরকে কার্বন কর দিতে হবে। গাড়ির ইঞ্জিনের ক্ষমতার ওপর ভিত্তি করে একাধিক যাত্রীবাহী গাড়ি, জিপ ও মাইক্রোবাসের মালিকদের সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা কর দিতে হবে। এ ক্ষেত্রে ১৫০০ সিসির গাড়ির মালিকদের একই সক্ষমতার ইঞ্জিনের দ্বিতীয় ও পরের সব গাড়ির জন্য ২৫ হাজার টাকা কার্বন কর দিতে হবে।
দেড় হাজার থেকে দুই হাজার সিসির গাড়ির জন্য ৫০ হাজার টাকা, দুই হাজার থেকে আড়াই হাজার সিসির গাড়ির ক্ষেত্রে ৭৫ হাজার টাকা কার্বন কর আরোপের প্রস্তাব করা হয়েছে। আর তিন হাজার সিসির গাড়ির ক্ষেত্রে দুই লাখ ও সাড়ে তিন হাজার সিসির গাড়ির ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা কর দিতে হবে।
সম্পাদক: অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম কুতুবী। প্রকাশক: খালেদ মোঃ আরাফাত আমিন হোসাইনি। সম্পাদকীয় কার্যালয়: রুম নং: ২১৮) আইনজীবী শাপলা ভবন, কোর্ট হিল, চট্টগ্রাম। যোগাযোগ: 01711-468110, 01674-489764।[email protected], [email protected],[email protected]
Copyright © 2025 সেবক কন্ঠ. All rights reserved.