ডেইরি, পোল্ট্রি,মৎস্য ও কৃষিবিষয়ক অনলাইন নিউজ ও ভিডিও পোর্টাল

সর্বশেষ :

    থানকুনি পাতার  উপকারিতা

     

    আমাশয় রোগ নিরাময়ে থানকুনি পাতার রস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।থানকুনি পাতা আমরা প্রায় সবাই চিনি।বাড়ির আনাচে কানাচে বিশেষ করে স্যাঁতসেঁতে জায়গায় এটি লতার মতো হয়ে থাকে।থানকুনি পাতার শাক আমরা প্রধানত সবজি হিসাবে খেয়ে থাকি। এটি খুবই সহজলভ্য এটি বাজারে শাক হিসাবে বিক্রি হয়।

    থানকুনি পাতা খাওয়ার নিয়মাবলী:-

    থানকুনি পাতা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে 10থেকে 15 টা থানকুনির পাতা বেঁটে রস বের করে খেতে হবে।থানকুনির পাতা চিবিয়ে খেলেও হবে।খালি পেটে কিংবা ভরা পেটে যখন ইচ্ছে খেতে পারেন।কিন্তু খালি পেটে খেলে কাজটা ভালো হয়।এভাবে এক সপ্তাহ খেলে আপনার আমাশয় ভালো হয়ে যাবে।এটি একটি খুব কার্যকারী ঘরোয়া উপায়।খাওয়ার সাথে সাথে আপনি উপকার পাবেন।

    থানকুনি পাতা খেলে আমাশয় ছাড়া আরো কিছু মারাত্মক গুনাগুন আছে।যেগুলি হলো

    ১)গাস্টিককের সমস্যা দূর করে:-

    প্রতিদিন সকালে ঘুুুম থেকে উঠে খালি পেটে 8-10 পাাতা বেটে খেলে বা চিবিয়ে খেলে গাস্টিককের সমস্যা দূর হবে চিরতরে।কোনো রকম ওষুধ সেবনের দ‌‌রকার হবে না।আপনি ওষুধ এর কথা ভুলে যাবেন।

    ২)চুল পড়া বন্ধ হয়ে যায়:-

    থানকুনি পাতার রস সপ্তাহে দুই তিন দিন খেলে চুল পড়া বন্ধ হয়ে যায়।এবং নতুন চুল গজাতে থাকে।

    ৩)হজম শক্তি বৃদ্ধি পায়:-

    থানকুনি পাতার রস প্রতিদিন সকালে খালি পেটে খেলে হজম শক্তি বৃদ্ধি পায়।এ ছাড়াও কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পাওয়া যায়।

    Facebook
    Twitter
    LinkedIn
    WhatsApp
    Email