একটি মুরগিকে সবুজ রং করে টিয়া পাখি বলে অনলাইনে বিক্রির চেষ্টা করেছেন পাকিস্তানের এক যুবক। একটি অনলাইন শপে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। মুরগিটির দাম ধরা হয়েছে ৬ হাজার ৫০০ পাকিস্তানি রুপি।শনিবার(৬ মে) স্টার্টাপ পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়, অনলাইন মার্কেটপ্লেস ওএলএক্সে একটি সবুজ রঙের মুরগিকে টিয়া হিসেবে বিক্রি করতে গিয়ে করাচিতে ধরা পড়েছেন তিনি।ওএলএক্সে বিক্রেতা একটি বিজ্ঞাপন পোস্ট করে লেখেন, টিয়া পাখিটি বিক্রি হবে। কথা বলে না তবে সকালে মুরগির মতো শব্দ করে ডাকে। আমি জানি না এটা সে কেন করে। শুধুমাত্র আগ্রহীরাই আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করুন।ওই ব্যক্তি দাবি করেন, এটি টিয়া পাখি, শব্দও করে টিয়া পাখির মতোই।
সম্পাদক: অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম কুতুবী। প্রকাশক: খালেদ মোঃ আরাফাত আমিন হোসাইনি। সম্পাদকীয় কার্যালয়: রুম নং: ২১৮) আইনজীবী শাপলা ভবন, কোর্ট হিল, চট্টগ্রাম। যোগাযোগ: 01711-468110, 01674-489764।editor.sebokkantho@yahoo.com, kutubiibrahim08@gmail.com,sebokkantho@gmail.com
Copyright © 2025 সেবক কন্ঠ. All rights reserved.