ডেইরি, পোল্ট্রি,মৎস্য ও কৃষিবিষয়ক অনলাইন নিউজ ও ভিডিও পোর্টাল

সর্বশেষ :

    সৌদির ক্লাবের সঙ্গে মেসির চুক্তি সময়ের ব্যাপার

    স্পোর্টস ডেস্ক

    সংবাদ সংস্থা রয়টার্সের দাবি সৌদি আরবের ক্লাব আল হেলাল ইতিমধ্যেই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে আগামী মৌসুমে খেলার প্রস্তাব দিয়েছেন।মেসির এক ঘনিষ্ঠ সূত্রও বিষয়টি স্বীকার করে। বছরে ৪০ কোটি ডলারে আল হেলালে সই করার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে মেসির।সম্প্রতি সপরিবারে সৌদি আরব ভ্রমণে গেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। সফরে তার ভালো লেগে গেলে সৌদির ক্লাবে আগামী মৌসুমে দেখা যাবে তাকে।অনুমতি না নিয়ে মেসি সৌদি আরব যাওয়ায় তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি। তার সঙ্গে নতুন চুক্তি করবে না বলেও জানিয়ে দিয়েছে প্যারিসের ক্লাবটি। এতে সুবিধা হয়েছে মেসির জন্য।এ ব্যাপারে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সউদের ঘনিষ্ঠ ফিফা এজেন্ট মার্কো কির্দেমিরে বলেছেন, মেসির পরিবার যদি সৌদি আরবে থাকার সুযোগ-সুবিধা দেখে সবুজ শঙ্কেত দেয়,তাহলে আল হেলালের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া শুধু সময়ের অপেক্ষা।

    Facebook
    Twitter
    LinkedIn
    WhatsApp
    Email