ডেইরি, পোল্ট্রি,মৎস্য ও কৃষিবিষয়ক অনলাইন নিউজ ও ভিডিও পোর্টাল

সর্বশেষ :

    ছাদবাগানে ভালো ফলন পেতে

    অনীক ইসলাম

    প্রথমেই জানা চাই ছাদের উপযোগী গাছ কোনগুলো। গাছের প্রজাতির ওপর নির্ভর করে গাছটির জন্য হাফ ড্রাম, টব নাকি চৌবাচ্চা লাগবে। স্থায়ী বাগানের জন্য সিমেন্টের টব তৈরি করে নেওয়া যায়। সবচেয়ে ভালো লোহার হাফ ব্যারেল।

    ব্যারেলের দুই পাশে হাতল থাকলে এক স্থান থেকে আরেক স্থানে সরানো সহজ। টবের নিচে পানি নিষ্কাশনের ছিদ্র থাকা জরুরি। তিন ভাগ মাটি, দুই ভাগ জৈব সার ও এক ভাগ কোকোডাস্ট দিয়ে টব পূর্ণ করুন।

    খেয়াল রাখতে হবে গাছটি যেন বড় না হয়। ছোট আকারের গাছে যেন বেশি ফল ধরে সে জন্য হাইব্রিড জাতের ফলদ গাছ লাগালে ভালো। তাই বিশ্বস্ত নার্সারি থেকে কলমের চারা বেছে নিন।

    নার্সারিতে বিভিন্ন ফলের গুটিকলম, চোখকলম ও জোড়কলম পাওয়া যায়। সঠিক মানের চারা হলে এক বছরেই ফল আসে। সকালে, বিকেলে বা দরকার অনুযায়ী একবেলা পানি দিতে হবে। গাছের গোড়ায় যাতে পানি না জমে। লম্বা গাছ ছোট গাছের সামনে রাখতে হবে।

    টবে বা ফ্রেমে খৈল দেওয়া যাবে না, এতে পিঁপড়ার উপদ্রব বাড়বে। বছরে একবার পুরোনো মাটি বদলে দিতে হবে। ছাদের বাগানে জৈব সার, ভার্মিকম্পোস্ট, রেডিমিক্স মাটি, হাড়ের গুঁড়ো এসব ব্যবহার করা ভালো।

    অনীক ইসলাম, স্বত্বাধিকার, সবুজ ঢাকা গার্ডেন শপ।

    Facebook
    Twitter
    LinkedIn
    WhatsApp
    Email