
ওসমান জাহাঙ্গীর
আমি সক্রেটিস প্লেটো, এরিস্টোটেল,পড়েছি,তবে চোখে দেখেনি,দেখেছি সাংবাদিক আহমদ গিয়াসকে, দেখেছি তার সৃজনশীলতা ও গবেষনা জেনেছি,সেই মানুষটির সাথে পরিচয় ২০০৪ সালে, কয়েক বছর আগে সংবাদ সংগ্রহকালে পুলিশের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার,ঘাড়ে পিছনের আঘাতের ফলে শরীরিক সকিয়তা স্বপনোধিত কর্মক্ষম ক্ষমতা কমতে শুরু করে,আঘাতের পর থেকে শরীরে স্নায়ুরোগে ভুগছেন,তবু অদম্য ইচ্ছের জন্য এই অজানা রোগ তাকে থামিয়ে রাখতে পারেনি। প্রকাশ করেছেন কক্সবাজার পর্যটন গাইট।গবেষণা করে যাচ্ছেন প্রত্নতত্ত্ব বিষয় নিয়ে। আজ আহমদ গিয়াস কক্সবাজার শহরে থাকেনা দরিয়া নগরে থাকেন। পাখি নিয়ে তার গবেষণা ও অভয়রন্যে গড়ে তোলার কাজ করে যাচ্ছেন,আমাদেরকে তাঁর পাশে দাড়ানো দরকার মানবিক নয় জাতির স্বার্থে।
								









