ক্রিড়া প্রতিবেদক
দুদিন আগেও ক্রিশ্চিয়ানো রোনালদোর পিএসজিতে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। ফুটবলপ্রেমীরা মেসি-রোনালদোকে একই দলে দেখার উত্তেজনায় ভূগছিলেন। তবে সব উত্তেজনায় জল ঢেলে পিএসজি নাকি রোনালদোর প্রতি অনাগ্রহের কথা জানিয়েছে। অন্যদিকে লিওনেল মেসির সঙ্গে আরও এক বছর চুক্তি নবয়ানের পথেও হাঁটছে প্যারিসের ক্লাবটি।
এমন তথ্য জানিয়েছে বিখ্যাত স্প্যানিশ ক্রীড়া পত্রিকা ‘মার্কা’।
বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পর নতুন জায়গায় মানিয়ে নেওয়া আর চোটাঘাতে ভূগেছেন মেসি। করোনাতেও আক্রান্ত হয়েছিলেন। সব মিলিয়ে পিএসজির হয়ে গত মৌসুমে ৩৪ ম্যাচ খেলে তিনি মাত্র ১১ গোল করেছেন। প্যারিসের ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। তবে আসন্ন কাতার বিশ্বকাপের আগেই নাকি এই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়তে পারে। এখনই আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে এখনই নতুন চুক্তি করার আলোচনা শুরু করে দিতে চায় পিএসজি।
‘মার্কা’ দাবি করেছে, শীঘ্রই নাকি মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হবে। মেসি অবশ্য এখনই নতুন চুক্তি নিয়ে কথা বলতে আগ্রহী নন বলে জানা গেছে। মেসির কারণেপিএসজির আয় বেড়েছে। স্পনসরশিপ চুক্তি থেকে প্রতিটি ব্র্যান্ডের জন্য আয় বৃদ্ধি হয়েছে ৫০ লাখ থেকে ৮০ লাখ পর্যন্ত! নাসের আল খেলাইফি জামানায় গত মৌসুমেই সর্বোচ্চ আয় করেছে ক্লাবটি। যার সিংহভাগই মেসির অবদান। বিক্রি হওয়া ক্লাব জার্সির ৬০ শতাংশই ছিল মেসির। এমন সোনার হরিণকে কি এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়?