ডেইরি, পোল্ট্রি,মৎস্য ও কৃষিবিষয়ক অনলাইন নিউজ ও ভিডিও পোর্টাল

সর্বশেষ :

    পঁয়তাল্লিশ বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্য

    পঁয়তাল্লিশ বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্য। তার নাম আব্দুল মোমিন। তিনি উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড (ঝুনকাইল গ্রাম) থেকে টানা তিনবারের নির্বাচিত ইউপি সদস্য।

    আজ সোমবার দুপুরে ফলাফল ঘোষণা হলে তাকে মুঠোফোনে জিজ্ঞাসা করলে প্রথমে তিনি পাসের খবরটি এড়িয়ে চান।

    পরে বলেন, এই বয়সে আল্লাহর রহমতে আমি পাস করেছি, এটাই বড় কথা। আমার ইচ্ছা ছিল লেখাপড়া করব। আর সেই ইচ্ছা থেকে এবার কারিগরী স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। সামনে উচ্চ মাধ্যমিকে ভর্তির কথা উল্লেখ করে তিনি জানান, পড়ালেখা যতদূর পারি চালিয়ে যাব।
    মোমিনের সহকর্মী ইউপি সদস্য মাসু মিয়া জানান, মোমিন ভাইয়ের পাসের খবরে আমরা আনন্দিত। শুনলাম তিনি রায়গঞ্জের পাঙ্গাসীর একটি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়ে পাস করেছেন। আমরা পরিষদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।

    শুভগাছা ইউনিয়নি পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন জানান, ইউপি সদস্য টানা তিনবার বিজয়ী হয়ে এখন পরিষদে দায়িত্ব পালন করছেন। আজকে তার এসএসসি পাসের খবর শুনলাম। ভালো লাগছে। তাকে অভিনন্দন জানাই।

    Facebook
    Twitter
    LinkedIn
    WhatsApp
    Email