
ফতি ইসলাম তানজিল
কক্সবাজার জেলার পর্যটন দ্বীপ কুতুবদিয়া। দেশের অর্থনৈতিক চাহিদা মেটাতে একটি অন্যতম দ্বীপ। কিন্তু যাতায়াত ও বিদ্যুৎতায়নের সমস্যার কারণে দেশের উন্নয়ন সম্ভাবনায় পাহাড় প্রমাণ বাঁধা। তাই কুতুবদিয়া বাসীর দাবি হচ্ছে মগনামা থেকে কুতুবদিয়ায় ফেরি চলাচলের ব্যবস্থা গ্রহণ করা এবং কুতুবদিয়ার চারিদিকে টেকসই বেড়িবাঁধ,বায়ু বিদ্যুৎ প্রকল্পকে আরো সংস্কার ও গতিশীল করে দ্বীপকে পর্যটন জোনে আওতাভূক্ত করণ, বঙ্গোপসাগরের করাল গ্রাস থেকে দ্বীপবাসীর জানমালের সুরক্ষার দাবিও জানানো হয়।

আজ (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে চট্টগ্রামস্থ কুতুবদিয়া আইনজীবী কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।পরিষদের সভাপতি এডভোকেট রুহুল মতিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ মোক্তার আহমদ, এড. এস.এম গোলাম হোসাইন, কুতুবদিয়া আইনজীবী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মোশরেফ-উল আজম, এডভোকেট ও সাংবাদিক মুহাম্মদ ইব্রাহীম কুতুবী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক এড. মহিউদ্দিন হক চৌধুরী জুয়েল, এড. মো: আক্কাস, এড. রফিকুল আহসান,এড. মোঃ আব্দুল্লাহ হাসান পিকু, এড. শৈবাল কান্তি শীল,চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য এড.পাইরিন আক্তার ও এড. মোঃ শওকত ওসমান চৌধুরী।
উল্লেখ্য যে, সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে কমিটির অনুমোদন দেওয়া হয়।