ডেইরি, পোল্ট্রি,মৎস্য ও কৃষিবিষয়ক অনলাইন নিউজ ও ভিডিও পোর্টাল

সর্বশেষ :

    সজিনা পাতাঃ রোগ নিরাময়ে পোল্ট্রি খামার

    ফলমুল শাকসব্জি গাছগাছারিতে মানুষ ও জীবজন্তু খাদ্য ছাড়া যে ঔষধি গুনাগুন আছে তা আমাদের অনেকেরই জানা নেই। এ সবের মধ্যে এমন একটি বৃক্ষ সজিনা। যার ফল ,লতা, পাতায় রয়েছে নানান ঔষধি গুনাগুন । এ বৃক্ষের পাতায় রয়েছে রোগ প্রতিরোধী বিভিন্ন উপাদান। পোল্ট্রি খামারে রোগ নিরাময়ে সজিনা পাতা বেশ কাজে আসে। তবে না জানার কারণে পোল্ট্রি খামারে অনেকেই সজিনা পাতার ব্যবহার করতে পারেন না। চলুন জেনে নেই পোল্ট্রি খামারে রোগ নিরাময়ে সজিনা পাতার ব্যবহার সম্পর্কে-
    পোল্ট্রি খামারে রোগ নিরাময়ে সজিনা পাতার ব্যবহারঃ
    ১। সজিনার পাতাকে এন্টি-অক্সিডেন্টের খনি বলা যায়। এর মধ্যে ভিটামিন সি, বেটা-কেরোটিন, কিউরেকটিন এবং ক্লোরোজেনিক অ্যাসিড বিদ্যমান। উল্লেখ্য, এসব উপাদান পোল্ট্রির জন্য বেশ উপকারি।

    ২। পোল্ট্রির চোখে ঘা বা ময়লা জমে চোখ ফুলে গেলে, সজিনা পাতা সিদ্ধ পানি ড্রপার দিয়ে চোখে দিয়ে কয়েকবার মুছে দিলে, দ্রুত ই সেরে উঠবে।

    ৩। কোনো রকম আঘাত জনিত ক্ষত বা ইনফেকশন হলে সজিনা পাতার পেস্ট বানিয়ে প্রলেপ দিলে, ক্ষত সেরে যাবে।

    ৪।সজিনার পাতা ও ফল লিভার টনিক ও কৃমি নাশক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

    ৫। পানিতে আর্সেনিক দূষণ একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যা নিরোধে সজেনের বীজ কিংবা পাতা বিপুল ভূমিকা রাখে।

    ৬। প্রতিদিন সকালে খাবারের আগে ১লিটার পানিতে ১ চামুচ সজনে পাতার রস পোল্ট্রিকে খাওয়ালে, ঠান্ডা জনিত সমস্যা হতে দূরে রাখে ও নাকে ময়লা জমতে দেয়না।

    ৭।সজিনা পাতায় রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন , ভিটামিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা।

    ৮। যেসব পোল্ট্রি সবুজ শাক সবজি খেয়ে থাকে, তাদের জন্যে দারুন উপকারী।কারণ ইচ্ছা করলে তাদের শাক সবজি খাবারের সাথে সজিনা পাতাও খাওয়ানো যায়।প্রচুর পরিমানে ভিটামিন সি থাকার ফলে তাদের রুচি বাড়ে এবং গ্রোথ ভালো হয়।

    ৯। পোল্ট্রির পক্স বা বসন্ত বা পোকামাকড়ের কামড়ে গুটি বের হলে ,সেখানে সজিনা পাতার পেস্ট লাগিয়ে দিলে ,তাড়াতাড়ি সেরে ওঠে। তাছাড়া প্রতিদিন পানিতে সজনে পাতার পেস্ট বা রস খাওয়ালে বসন্ত রোগ হবারই সুযোগ পায় না।

    ১০। পোল্ট্রির হজম না হওয়া,পেট ফোলা বা ফাঁপা, পেটের সমস্যা এসব এড়াতে সজিনা পাতার রস খুব উপকারী।

    Facebook
    Twitter
    LinkedIn
    WhatsApp
    Email